ঢাকা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায়, শেখ রাসেল চেস ক্লাবের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ মহিলা দাবা সমিতির আয়োজনে দুই দিন ব্যাপী স্বাধীনতা দিবস মহিলা রেপিড রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।
শিরিন ৫ খেলায় ৪ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।
সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে চতুর্থ হতে সপ্তম স্থান লাভ করেছেন যথাক্রমে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা দাবা সমিতির সাবিকুন নাহার তনিমা, সামিহা শারমীন সিম্মী ও বাংলাদেশ নৌবাহিনীর জোহরাতুল জান্নাত জিসা। তিন পয়েন্ট নিয়ে নারায়নগঞ্জের নাহার চেস একাডেমির মোসাম্মৎ ঝর্না বেগম অষ্টম হন। বয়স ভিত্তিক পুরস্কার পান যথাক্রমে ফাতেমা তুজ জোহরা শ্রাবনী, নোশিন আঞ্জুম ও লামিয়া রাত্রি। আনরেটেডে খেলোয়াড়ের পুরস্কার পান ওয়ালিজা আহমেদ।
রোববার (০৬ মার্চ) দাবা কক্ষে চতুর্থ ও পঞ্চম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। চতুর্থ রাউন্ডে শিরিন রানী হামিদকে, ইভা জাহানারা হককে, জাকিয়া ওয়ালিজাকে ও সিম্মী ঝর্নাকে পরাজিত করেন। পঞ্চম বা শেষ রাউন্ডে ইভা শিরিনকে, জাকিয়া ফাহমিদা মালেককে, তনিমা মেহেরুন নেসা হিলালীকে, ঝর্না জাহানারাকে ও নোশিন ওয়ালিজাকে পরাজিত করেন। খেলা শেষে দাবা কক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক শামীম খান, মহিলা দাবা সমিতির সভানেত্রী আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও আন্তর্জাতিক বিচারক মোঃ হারুন অর রশিদ মিলিতভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। বক্তব্য রাখেন মহিলা দাবা সমিতির সাধারণ সম্পাদক জাহানারা হক রুনু।
৫ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ২২জন মহিলা খেলোয়াড় এ ইভেন্টে অংশ নেয়। বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেয়া হয়।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৬
এমআর