ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মেসির জোড়া গোলে রেকর্ড বাড়ালো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
মেসির জোড়া গোলে রেকর্ড বাড়ালো বার্সা ছবি : সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসির আরেকটি দুর্দান্ত পারফরম্যান্স। বার্সেলোনার আরেকটি জয়।

এইবারের বিপক্ষে আর্জেন্টাইন স্ট্রাইকারের জোড়া গোলে ৪-০ ব্যবধানের বড় জয় পায় বার্সা। আর এ ম্যাচ জয়ের ফলে টানা ৩৬ ম্যাচ  অপরাজিত থেকে রেকর্ড বাড়ালো লুইস এনরিক শিষ্যরা।

এদিকে এ জয়ের ফলে অপরাজিত থাকার রেকর্ডে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের সঙ্গে ভাগ বসালো বার্সা। ১৯৯১ সালে টানা ৩৬ ম্যাচে অপরাজিত ছিলো মিলান। এ তালিকায় সবার ওপরে রয়েছে সেল্টিক। দলটি ১৯১৭ সালে টানা ৬২ ম্যাচে অপরাজিত ছিলো।

রোববার এইবারের ঘরের মাঠ স্তাদিও মিউনিসিপাল ডি এলকুরুয়ায় আতিথিয়েতা নিতে যায় অপ্রতিরোধ্য বার্সা। আর ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচের মাত্র আট মিনিটেই নেইমারের নিষেধাজ্ঞায় বিপরীতে খেলতে নামা মুনির আল হাদ্দাদি গোল করে এগিয়ে নেয় কাতালানদের। এই গোলটির সহায়তা করেন লুইস সুয়ারেজ। আর ৪১ মিনিটে নিজের প্রথম গোলের পাশাপাশি লিড দ্বিগুন করেন মেসি। প্রথম গোল করা মুনিরের অ্যাসিস্টেই জালের ঠিকানা খুজে পান মেসি।

বিরতির পর খেলার ৭৬ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জয়ী মেসি। বার্সা এগিয়ে যায় ৩-০ গোলে।

এদিকে ম্যাচের শেষ দিকে এসে গোলের দেখা পান চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা সুয়ারেজ। সার্জিও রোবের্টোর অ্যাসিস্টে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন এ উরুগুইয়ান স্ট্রাইকার।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে এনরিক শিষ্যরা। এ জয়ের ফলে ২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল বার্সা। দ্বিতীয়স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ সমান ম্যাচে ৬৪ পয়েন্ট অর্জন করেছে। আর রিয়াল মাদ্রিদের ২৮ ম্যাচে ৬০ পয়েন্টি নিয়ে তৃতীয়স্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।