ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

১০ জনের ম্যানইউ’র হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
১০ জনের ম্যানইউ’র হার ছবি : সংগৃহীত

ঢাকা: ক’দিন বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন লুইস ফন গাল। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদে থেকে চাকরি প্রায় হারাতে বসা এই ডাচ, দলের হয়ে জয়ে ফিরেছিলেন।

তবে টানা চার ম্যাচ পরে আবারও হার দেখতে হলো তার দলের। এবার দুর্বল ওয়েস্ট ব্রুমের বিপক্ষে ১-০ গোলে হার মানলো দলটি। এর আগে হুয়ান মাতার লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় রেড ডেভিলসরা।

রোববার দ্যা হোয়াটহর্নসে আতিথিয়েতা নিতে যায় ম্যানইউ। তবে খেলার ২৩ ও ২৬ মিনিটে পর পর দু’বার ফাউল করে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখেন স্প্যানিশ তারকা মাতা। আর ১০ জনের দলে তৈরী হয় সফরকারীরা।

ম্যানইউকে কোনঠাসা পেয়ে একের পর এক আক্রমণে ব্যস্ত থাকে ওয়েস্ট ব্রুম। তবে বিরতির আগে কোন দলই গোলের দেখায় পায়নি।

বিরতির পর সুযোগ কাজে লাগায় স্বাগতিকরা। ম্যাচের ৬৬ মিনিটে হোসে সালোমন রনদনের গোলে লিড পায় ওয়েস্ট ব্রুম। আর এই একটি গোলই জয় নিশ্চিত করে দলটির।

এদিকে এ হারের ফলে প্রিমিয়ার লিগে শেষ চারের আশায়ও প্রায় হারিয়ে ফেলেছে ম্যানইউ। বর্তমানে ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয়ে রয়েছে দলটি। এক ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।