ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বুফনের সামনে অনন্য রেকর্ডের হাতছানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
বুফনের সামনে অনন্য রেকর্ডের হাতছানি ছবি: সংগৃহীত

ঢাকা: আটলান্টার বিপক্ষে ২-০ গোলের জয়ে ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেন জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। টানা ৯ ম্যাচে জুভিদের জালে বল জড়াতে দেননি ইতালিয়ান কিংবদন্তি।

এর আগে জুভেন্টাস ও এসি মিলানের এমন কীর্তি ছিল। ইন্টার মিলানেরও এমন রেকর্ড রয়েছে। তবে তা দুই মৌসুম মিলিয়ে।

জুভিদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এমন রেকর্ড ছুঁয়েছেন ৩৮ বছর বয়সী বুফন। সাসুলোর বিপক্ষে পরবর্তী ম্যাচে অপরাজেয় থাকলেই সিরি আ’র ইতিহাসে সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়বেন বিশ্বকাপ জয়ী এ গোলরক্ষক।

এখন পর্যন্ত ৮৪৩ মিনিট জুভিদের গোলপোস্ট সুরক্ষিত রেখেছেন বুফন। যা লিগ ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ। তার সামনে এখন সাবেক জুভেন্টাস কিংবদন্তি ডিনো জফ ও সাবেক এসি মিলান তারকা সেবাস্তিয়ান রসিকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি।

জুভিদের হয়ে ১৯৭২-৭৩ মৌসুমে টানা ৯০৩ মিনিট প্রতিপক্ষের খেলোয়াড়দের গোলবঞ্চিত রেখেছিলেন ডিনো জফ। এ তালিকায় সবার উপরে সেবাস্তিয়ান রসি (৯২৯ মিনিট, ১৯৯২-৯৩)।

সবশেষ সাম্পদোরিয়ার বিপক্ষে গত ১০ জানুয়ারির ম্যাচে বুফনকে হার মানান অ্যান্তোনিও কাসানো। যদিও ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।