ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

চেলসির চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন

স্পোর্টম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
চেলসির চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমের পর এবারও নকআউট পর্বে পিএসজি বাধার ‍সামনে চেলসি। তবে ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী উইলিয়ান।

শুধু তাই নয়, চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে ব্লুজদের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারেও আশাবাদী ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

আগামী ৯ মার্চ শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজির মুখোমুখি হবে চেলসি। স্প্যামফোর্ড ব্রিজে বাংলাদেশ সময় বুধবার (৯ মার্চ) হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। প্রথম লেগ শেষে ২-১ গোলে এগিয়ে ফ্রেঞ্চ জায়ান্টরা। এ ম্যাচটি ইংলিশ চ্যাম্পিয়নদের জন্য প্রতিশোধেরও বটে। গত মৌসুমে ব্লুজদের কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল পিএসজি।

কিন্তু, চলতি মৌসুমে রীতিমতো ধুঁকছে চেলসি। চ্যাম্পিয়নস লিগের পরবর্তী মৌসুমে তাদের থাকা নিয়েই রয়েছে সংশয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও ইংলিশ লিগের পয়েন্ট টেবিলে ১০ নম্বর অবস্থানে ব্লুজরা। তাই মৌসুম শেষে হ্যাজার্ড-ফ্যাব্রিগাসদের শীর্ষ চার নিশ্চিত করাটাই এখন ‍আসল চ্যালেঞ্জ।

প্রিমিয়ার লিগের আশা ছেড়ে তাই চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপে চোখ ‍রাখছে। ব্লুজরা দ্বিতীয়বারের মতো ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট জিতবে বলেই বিশ্বান উইলিয়ানের। যিনি চলতি মৌসুমের গ্রুপ পর্বে উয়েফা সেরা একাদশে জায়গা করে নেন।

এক সাক্ষাৎকারে উইলিয়ান বলেন, ‘আমি মনে করি, আমরা পারব (চ্যাম্পিয়নস লিগ)। এটা কঠিনই হবে কারণ, এখানে অনেক ভালো টিম প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে আমাদের এখন বুধবারের ম্যাচ (পিএসজি) নিয়ে ভাবতে হবে এবং ধাপে ধাপে আমরা ফাইনালে যেতে পারব। শিরোপা জেতার লক্ষ্যে চেলসিতে সবসময়ই একটা চাপ থাকে। তাই আমাদের পরবর্তী ম্যাচে মনোযোগী হতে হবে। ’

পিএসজি ম্যাচ প্রসঙ্গে উইলিয়ানের ভাষ্য, ‘এটা মৌসুমের অন্যতম বড় ম্যাচ। অবশ্যই নিজেদের সেরাটাই দিতে হবে। কঠিন হলেও আমি মনে করি আমরাই জিতব। তাদের মতো আমাদের দলেও ভালো মানের খেলোয়াড় রয়েছে। তাই ম্যাচটি ৫০/৫০। তবে, আমরা যা চাই তা ম্যাচের শুরু থেকেই দেখাতে হবে। বলের নিয়ন্ত্রণ রেখে প্রতিপক্ষকে চাপে রাখার বিকল্প নেই। নিজেদের মাঠে খেলা, তাই আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। ’

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।