ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

কোয়ার্টার নিশ্চিতের ম্যাচে নামছে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
কোয়ার্টার নিশ্চিতের ম্যাচে নামছে রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রোমার বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে রোমার মাঠে ২-০ গোলে জেতায় অনেকটাই এগিয়ে রয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

তাই দ্বিতীয় লেগে ড্র করলেও কোয়ার্টার ফাইনালে চলে যাবে স্প্যানিশ জায়ান্টরা।

দ্বিতীয় লেগের খেলায় ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে রোমাকে আতিথিয়েতা জানাবে রিয়াল। মঙ্গলবার বাংলাদেশ সময় মধ্যরাত পৌনে দুইটায় মুখোমুখি হবে দু’দল।

এদিকে প্রথম লেগ হারলেও ইতালিয়ান জায়ান্ট রোমার সাম্প্রতিক পরফরম্যান্স ছিলো দুর্দান্ত। সিরিআ লিগে শেষ সাত ম্যাচের সবকটিতে জিতেছে দলটি। তাই ক্রিস্টিয়ানো রোনালদোদের সামনে চ্যালেঞ্জই হয়ে থাকছে রোমা।

রিয়াল অবশ্য ঘরের মাঠে ইউরোপিয়ান সেরার লড়াইয়ে বেশ সফল। শেষ ৩৩ ম্যাচের ২৮টিতে জয় তুলে নিয়েছে গ্যালাকটিকোরা। সর্বশেষ ২০১০-১১ মৌসুমে বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালে ২-০ গোলে হেরেছিলো স্পেনের রাজধানীর দলটি।

রিয়াল নকআউট পর্বে এ নিয়ে টানা ১৯তম বার খেলছে। এছাড়া এই ১৯বারের মধ্যে পাঁচবারই সেমিফাইনাল খেলেছে। অন্যদিকে ২০১০-১১ মৌসুমের পর প্রথমবার নকআউটে খেলছে রোমা।

দু’দল সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে নকআউট পর্বে খেলেছিলো। সেবার ইতালিয়ানরা ৪-২ অ্যাগ্রিগেটে জয় তুলে নেয়।

রিয়াল নিজেদের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে। একটি ম্যাচে হেরেছে। আর বাকি ম্যাচটি ড্র করেছে। অন্যদিকে রোমা চার ম্যাচ জয়ের বিপরীতে হেরেছে একটিতে। দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে অবশ্য রিয়ালের বিপক্ষে দাপট দেখায় রোমা। তিন জয়ের বিপরীতে হেরেছে একটিতে। বাকি ম্যাচটি ড্র হয়।

এদিকে রাতে চ্যাম্পিয়নস লিগের আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উলফসবার্গ খেলবে জেন্টের বিপক্ষে। আর জেনিতের বিপক্ষে লড়বে বেনফিকা।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।