ঢাকা: ইতালিয়ান লিগে ২০১৪-১৫ মৌসুমের সেরা হেড কোচের পুরস্কার জিতেছেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই জুভেন্টাসকে তিনটি বড় শিরোপা এনে দেন ৪৮ বছর বয়সী এ ইতালিয়ান কোচ।
অ্যালেগ্রির অধীনে গত মৌসুমে সিরি আ ধরে রাখার পাশাপাশি ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করে জুভিরা। চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠে অ্যালেগ্রির শিষ্যরা। তবে বার্সেলোনার কাছে তাদের স্বপ্নভঙ্গ হয়।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো মৌসুম সেরা কোচের খেতাব পেলেন অ্যালেগ্রি। ২০০৮-০৯ মৌসুমে কাগলিয়ারির কোচ থাকাকালীন প্রথমবার তিনি এ মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছিলেন।
ইতালির শীর্ষ লিগের কোচদের ৫১ ভোটের মধ্যে ২৭টি যায় অ্যালেগ্রির বাক্সে। নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। তারা মাঠে অসাধারণ পারফরম্যান্স করেছে। এ পুরস্কারটি জেতার ক্ষেত্রে যা অগ্রণী ভূমিকা রাখে। আমার সহকারী, ক্লাব ও যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সবার কাছেও আমি কৃতজ্ঞ। ’
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
আরএম