ঢাকা: বার্সেলোনা থেকে খানিকটা ছুটি পেয়ে সময়টা দারুণ উপভোগ করছেন লুইস সুয়ারেজ। মঙ্গলবার (৮ মার্চ) আকস্মিক সফরে সাবেক ক্লাব লিভারপুলে উড়াল দেন উরুগুইয়ান স্ট্রাইকার।
সুয়ারেজের সঙ্গে সময় কাটানোর একটা ভিডিও নিজের ইন্সটাগ্রাম পেজে পোস্ট করেন লিভারপুলের ফ্রেঞ্চ ডিফেন্ডার মামাদো সাকো। ক্যাপশনে লেখা, ‘স্পেশাল ভিজিট এট মেলউড দিস মর্নিং। ’
অ্যানফিল্ড ছাড়লেও লিভারপুলে এখনো বেশ জনপ্রিয় সুয়ারেজ। ইংলিশ লিগে খেলার সময় প্রতিপক্ষের রক্ষণভাগের সামনে ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। ২০১৪ সালে ন্যু ক্যাম্পে পাড়ি জমানোর আগে অল রেডসদের জার্সি গায়ে ১৩৩ ম্যাচে ৮২টি গোল করেন এ নিখুঁত ফিনিশার।
স্প্যানিশ লিগেও নিজের ফর্ম ধরে রাখেন সুয়ারেজ। চলতি মৌসুমে তো গোল করাটা এক প্রকার অভ্যাসে পরিণত করেছেন। গতবার যেখানে ছিল ৪৩ ম্যাচে ২৫ গোল। আর এবার ৪১ ম্যাচ শেষে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৪২ বার।
বাংলাদেশস সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
আরএম