ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে স্বাধীনতা দিবস হকি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
শুরু হচ্ছে স্বাধীনতা দিবস হকি ছবি : সংগৃহীত

ঢাকা: মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে বুধবার (৯ মার্চ) থেকে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস হকি। প্রথম দিনের খেলায় বাংলাদেশ নৌবাহিনীর মুখোমুখি হবে বাংলাদেশ।


 
মঙ্গলবার (৮ মার্চ) বাংলাদেশ হকি ফেডারেশনে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে টুর্নামেন্ট সম্পর্কে গণমাধ্যমকে আবহিত করা হয়।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাধীনতা দিবস হকির এবারের আসরে ৬টি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘ক’ গ্রুপে বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনি ও অ্যাজাক্স এসসি। আর ‘খ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী।
 
২০১৩ সালে শুরু হওয়া টুর্নামেন্টটির শেষ আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ সেনাবাহিনী।
 
৭ দিনের এই টুর্নামেন্ট শেষ হবে ১৪ই মার্চ। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় থাকছে ফ্যাশন হাউজ অঞ্জন’স আর আয়োজন করছে বাংলাদেশ হকি ফেডারশেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ৮ মার্চ ২০১৬
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।