ঢাকা: বাফুফে পাইওনিয়ার ফুটবল লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে জুরাইন ফুটবল একাডেমি, গাজীপুর সিটি ফুটবল একাডেমি ও যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমি।
মঙ্গলবার (৮ মার্চ) আউটার স্টেডিয়ামে শিহাব উদ্দিনের হ্যাটট্টিক ও জিদান রোমানের জোড়া গোলে জুরাইন ফুটবল একাডেমির কাছে ৬-২ গোলে উড়ে গেছে আমলীগোলা ফুটবল ক্লাব।
এদিকে, বাসাবো মাঠে দিনের অন্য ম্যাচে আপন ও শুভ্র দেব’র গোলে মাদারবাড়ী শোভনীয় ক্লাবের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে গাজীপুর সিটি ফুটবল একাডেমি। শোভনীয় ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন রিয়াজউদ্দিন।
আর সামরিক যাদুঘর মাঠে এফসি ভ্যাম্পায়ার রিটার্নস ফুটবল একাডেমিকে ৪-০ গোলে হারায় যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমি।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ০৮ মার্চ ২০১৬
এইচএল/এমআর