ঢাকা: এফএ কাপের পঞ্চম রাউন্ডের রিপ্লে ম্যাচে বড় জয় তুলে নিয়েছে আর্সেনাল। হালসিটিকে ৪-০ গোলে হারিয়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
ঘরের মাঠে না পারলেও হালসিটির মাঠে ঠিকই জ্বলে উঠেন আর্সেনাল তারকারা। তবে, বেশি উজ্জ্বল ছিলেন অলিভার জিরুদ আর থিও ওয়ালকট। দুই গানার তারকাই দলের হয়ে জোড়া গোল করেন।
ম্যাচের প্রথমার্ধে একটি গোল হলেও স্বাগতিক হালসিটির জালে বিরতির পর আরও তিনবার বল জড়ায় আতিথ্য নেওয়া গানাররা। ৪১তম মিনিটে প্রথম গোলটি করেন জিরুদ। হালসিটির খেলোয়াড় মেইলার নিজেদের গোলরক্ষককে ব্যাকপাস দিতে গেলে বল লুফে নেন জিরুদ। সেখান থেকেই গোল আদায় করে নিতে কষ্ট হয়নি তার। ম্যাচের ৭১ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। দ্বিতীয় গোলটি করতে জিরুদ সহায়তা পান ওয়ালকটের।
জোয়েল ক্যাম্পবেলের অ্যাসিস্ট থেকে দলের তৃতীয় গোলটি করেন সেই ওয়ালকট। ম্যাচের ৭৭তম মিনিটে আর্সেনাল তৃতীয় গোলের দেখা পায়। আর ৮০ মিনিটে ব্যবধান ৪-০ করেন ইংলিশ তারকা ওয়ালকট।
গত ফেব্রুয়ারিতে আর্সেনাল নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে হালসিটির বিপক্ষে গোলশুন্য ড্র করেছিল।
বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, ০৯ মার্চ ২০১৬
এমআর