ঢাকা: ফুটবল বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়ামগুলোর মধ্যে ক্যাম্প ন্যু একটি। বার্সেলোনা সমর্থকদের জন্য সুখকর হচ্ছে, নতুন রূপে আসছে তাদের প্রিয় স্টেডিয়ামটি।
তা ক্যাম্প ন্যুতে কেমন পরিবর্তন আসবে? নতুন ডিজাইন অনুযায়ী, ক্যাম্প ন্যুর আকার বাড়ানো হবে। আসন ধারণক্ষমতা বেড়ে ১ লক্ষ পাঁচ হাজরে ঠেকবে। বর্তমানে যা প্রায় এক লাখের (৯৯,৩৫৪) সমান। এছাড়াও পুরো স্টেডিয়ামটিকে আরো আকর্ষণীয় করে তোলা হবে। মূলত, স্টেডিয়ামের সম্প্রসারণের কাজই করা হবে।
যৌথভাবে ‘নিকেন সেকেই’ ও ‘পাসকুয়েল আই অসিও আর্কিটেকটেস’ এ দু’টি আর্কিটেকচার গ্রুপকে ক্যাম্প ন্যু সম্প্রসারণের কাজ দিয়েছে বার্সা কর্তৃপক্ষ। সংক্ষিপ্ত তালিকায় থাকা মোট আটটি কোম্পানি দর হাঁকায়।
জানা যায়, ২০১৭ সালে ক্যাম্প ন্যু সম্প্রসারণের কাজ শুরু হবে। আর শেষ হবে আনুমানিক ২০২১ সাল নাগাদ। এই প্ল্যানের মধ্যে ক্লাবের সব ক্রীড়া সুবিধা রূপান্তরের বিষয়টিও অন্তর্ভুক্ত।
এদিকে, কয়েকদিনের মধ্যেই জনসম্মুখে আনুষ্ঠানিকভাবে নতুন প্রজেক্টের বিষয়টি তুলে ধরা হবে বলে নিশ্চিত করেছে বার্সা।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
আরএম