ঢাকা: উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চেলসি ও প্যারিস সেন্ট জার্মেই। দু’দলের প্রথম লেগের খেলায় অবশ্য এগিয়ে রয়েছে পিএসজি।
বুধবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে পিএসজিকে দ্বিতীয় লেগের ম্যাচে আতিথিয়েতা জানাবে ইংলিশ জায়ান্টরা। খেলাটি বাংলাদেশ সময় রাত পৌনে দু’টায় সরাসরি টিভির পর্দায় দেখা যাবে। এ ম্যাচ শেষে দুই লেগ মিলিয়ে এগ্রিগেটে যারা এগিয়ে থাকবে তারাই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে।
চেলসি নকআউট পর্বের খেলায় এ নিয়ে শেষ ১৩বারের ১২বারই অংশগ্রহন করছে। আর এই ১৩বারের মধ্যে আটবারই দলটি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
এদিকে টানা চতুর্থবার নকআউট পর্বে খেলছে পিএসজি। আর শেষ তিনবার দলটি কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিলো।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নকআউট পর্বে একে অপরের বিপক্ষে খেলছে চেলসি ও পিএসজি।
চেলসি নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে। একটিতে হেরেছে ও বাকি ম্যাচটি ড্র করেছে। অন্যদিকে পিএসজিও চেলসির সমান তিন ম্যাচে জয়ের বিপরীতে একটিতে হেরেছে ও বাকি ম্যাচটি ড্র করেছে।
দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে অবশ্য কেউই এগিয়ে নেই। একবার করে জয় পেয়েছে দু’দল। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৬
এমএমএস