ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শুরু হলো স্বাধীনতা দিবস ভলিবল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
শুরু হলো স্বাধীনতা দিবস ভলিবল ছবি : সংগৃহীত

ঢাকা: ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ (বুধবার ০৯ মার্চ) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন ২০তম স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্ট-২০১৬’। এই প্রতিযোগিতা চলবে ১৩ মার্চ পর্যন্ত।



সকালে পল্টনস্ত ভলিবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান ও সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর আশিক-আল-মামুন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও যুগ্ম সম্পাদক অ্যাড: ফজলে রাব্বি বাবুল। আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী (২৫-১১, ২৫-০৪, ২৫-১৩) ৩-০ সেটে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে হারায়। বাংলাদেশ নৌবাহিনী (২৫-১৮, ২৬-২৪, ১৮-২৫, ২৫-২২) ৩-১ সেটে বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে।

এবারের এই ২০তম ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টে ৯টি দল অংশ নিচ্ছে। দলগুলো হল বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিমান বাহিনী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, তিতাস ক্লাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।

প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।