ঢাকা: চ্যাম্পিয়নস লিগে শেষ হয়ে গেল চেলসির আশা। প্রথম লেগের পর ঘরের মাঠেও প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে ২-১ গোলে হার।
বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে পিএসজিকে দ্বিতীয় লেগেরে ম্যাচে আতিথিয়েতা জানায় চেলসি। তবে জ্লাতান ইব্রাহিমোভিচের অসাধারণ পারফরম্যান্সে শেষ হাসি হাসে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।
এদিন ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ইব্রার অ্যাসিস্টে দলের লিড এনে দেন রেবিওট। তবে ২৭ মিনিটে দুর্দান্ত একটি গোল করে ব্লুজদের সমতায় ফেরান দিয়েগো কস্তা। আর সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে আক্রমণ পাল্টা আক্রমণ শানাতে থাকে দু’দল। তবে ম্যাচের ৬৭ মিনিটে সুইডিশ স্ট্রাইকার ইব্রা ম্যাজিকে লিড পায় পিএসজি। আর এই লিডই শেষ পর্যন্ত সফরকারীদের জয়ের কারণ হয়ে দাঁড়ায়।
ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লরা ব্লার শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৬
এমএমএস