ঢাকা: ফ্রান্স ও ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতি প্রীতি ম্যাচে নেদারল্যান্ডস দল থেকে বাদ পড়েছেন রবিন ফন পার্সি। বর্তমানে ফেনেরবাখের হয়ে খেলা এ তারকা ডাচ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।
ইউরো ২০১৬তে যেতে ব্যর্থ হয়েছে নেদারল্যান্ডস। তাই দলটির কোচ ড্যানি ব্লাইন্ড জাতীয় দলে তরুণদের সুযোগ দিতেই পার্সির মতো অভিজ্ঞ তারকাকে বাদ দিয়েছেন। পার্সি ছাড়া এ দলে বাদ পড়েছেন জর্জি ফন ডার উয়েল ও মাত্রান স্টেলেনবার্গ।
সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পার্সির বদলে দলে সুযোগ পেতে পারেন অনূর্ধ্ব-২১ দলের ফুটবলার ভিনসেন্ট জানসেন।
আগামী ২৯ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ডাচরা। চার দিন পরে আরিয়েন রোবেনরা খেলবে ফ্রান্সের বিপক্ষে।
নেদারল্যান্ডস দল:
গোলরক্ষক: জ্যাসপার সিলেসেন, কেনেথ ভারমের, জারোয়েন জোয়েট।
ডিফেন্ডার: ভার্জিল ভ্যান ডিজিক, ডেলে ব্লাইন্ড, মিচেল ডিজিকস, জেফরি ব্রুমা, ড্যারেল জানমাত, টিমো লেটশার্ট, এরিক পিটার্স, জেট্রো উইলিয়ামস, জোয়েল ভেল্টম্যান, রন ভ্লার।
মিডফিল্ডার: ইব্রাহিম আফেলে, রিটার্ডলি বাজোয়ের, জর্ডি ক্লাসি, ডেভি ক্লাসেন, ডেভি প্রোপার, ওয়েসলি স্নাইডার, জিওর্জিনি উইজ্নাডাল।
স্ট্রাইকার: মেমফিস ডিপে, ক্লাস-জান হুন্তেলার, ভিনসেন্ট জানসেন, লুক ডি জং, জার্গেন লোকাডিয়া, লুসিয়ানো নরসিং, কুইন্সি প্রোমেস, আরিয়েন রোবেন ।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৬
এমএমএস