ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সমর্থকদের প্রতি কৃতজ্ঞ শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
সমর্থকদের প্রতি কৃতজ্ঞ শারাপোভা ছবি: সংগৃহীত

ঢাকা: নিষিদ্ধ ড্রাগ নিয়ে টেনিস দুনিয়া থেকে ইতোমধ্যে সাময়িক সময়ের জন্য বহিষ্কার হয়েছেন মারিয়া শারাপোভা। তবে রাশিয়ান সুন্দরী প্রতিজ্ঞাবদ্ধ খুব দ্রুতই তিনি আবারও টেনিস কোর্টে ফিরবেন।



গত সোমবার লস অ্যাঞ্জেলসে নিজেই প্রেস কনফারেন্স  ডেকে নিষিদ্ধ ড্রাগ সেবনের কথা স্বীকার করেছিলেন। সেদিনে পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবারের মতো কথা বললেন শারাপোভা। নিজের ফেসবুক ফ্যান পেজে শারাপোভার ভক্তদের তার পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বুধবার লস অ্যাঞ্জেলসের বিচে অনুশীলন করেন শারাপোভা। পরে তিনি ফেসবুকে ভক্তদের উদ্দ্যেশে কৃতজ্ঞতা স্বরুপ অনেক কিছু লেখেন।

গত অস্ট্রেলিয়ান ওপেনে ড্রাগ টেস্টে ব্যর্থ হন শারাপোভা। পরে তিনি জানান মেলডোনিয়াম নামের ড্রাগটি তিনি গত ১০ বছর থেকে নিয়ে আসছিলেন। তবে ২০১৫ সালে এটি নিষিদ্ধ করা হয়। ব্যাপারটি তাকে মেইলের মাধ্যমে জানানো হলেও তিনি সেই মেইলটি পড়েননি। তাই তার দুর্দান্ত এ ক্যারিয়ারে এমন মেঘ নেমে আসে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।