ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ইংলিশ লিগে আকৃষ্ট ইব্রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
ইংলিশ লিগে আকৃষ্ট ইব্রা ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুম শেষেই পিএসজি অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। গুঞ্জন উঠছে, সুইডিশ তারকার পরবর্তী গন্তব্য হতে পারে ইংল্যান্ড।

ইব্রা নিজেও কিন্তু ইংলিশ লিগের প্রতি আকৃষ্ট। যদিও এখনো কারো সঙ্গে আলোচনা হয়নি বলেও নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।

এদিকে, ইংল্যান্ডে গিয়ে ইংলিশ চ্যাম্পিয়নদের রীতিমতো দুঃস্বপ্ন উপহার দেন ইব্রাহিমোভিচ। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের দ্বিতীয় লেগে (২-১) পিএসজির হয়ে জয়সূচক গোলটি করেন ইব্রা। প্রথম লেগেও সমান ব্যবধানের জয় পায় ফ্রেঞ্চ জায়ান্টরা। গত মৌসুমের পর এবারও পিএসজির কাছে শেষ ষোলোতেই আটকে যায় চেলসির চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন।

পিএসজির সঙ্গে ইব্রাহিমোভিচের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০১৫-১৬ মৌসুম শেষে। এর আগে গুজব রটে, আগামী মৌসুমে হোসে মরিনহো ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হলে ইব্রাও যোগ দিতে পারেন ম্যানইউতে।

এক সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেন, ‘পিএসজির সঙ্গে আরো দু’মাস আছি। কারো সঙ্গে আমার এখনো আলোচনা হয়নি। দেখা যাক কী হয়। আমি কারো দরজাই বন্ধ করছি না। সবগুলো প্রস্তাব টেবিলে রাখব এবং দেখব, এটি আমার জন্য ও আমার পরিবারের জন্য ভালো হয় কিনা। ’

যদি ইংলিশ লিগ থেকে কোনো প্রস্তাব আসে? এমন প্রশ্নের জবাবে ইব্রার ভাষ্য, ‘প্রিমিয়ার লিগ সব সময়ই আকর্ষণীয়। ’

এসি মিলান ছেড়ে ২০১২ সালে প্যারিসে উড়াল দেন সাবেক বার্সা তারকা ইব্রাহিমোভিচ। পিএসজির হয়ে এখন পর্যন্ত তাঁর গোলসংখ্যা ১৬৬ ম্যাচে ১৩৭টি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।