ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেলো ওয়ালটন ১১তম বাংলা চ্যানেল সাঁতার-২০১৬’। এই আয়োজন মূলত বিখ্যাত ইংলিশ চ্যানেল অতিক্রম করার প্রস্তুতি পর্ব ছিল।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে টেকনাফ থেকে সাঁতারুরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেন। ১৬.১ কিলোমিটার দৈর্ঘ্যরে বাংলা চ্যানেল ভারতের সাঁতারু মিস রিতু কেদিয়া ৩ ঘণ্টা ৪০ মিনিটে পাড়ি দেন। শামসুজ্জামান আরাফাত পাড়ি দেন ৫ ঘণ্টা ৩০ মিনিটে। আর লিটন সরকার, মনিরুজ্জামান, মুসা ইব্রাহীম, পারভেজ রশীদ ও শাহাদাত হোসেন ৬ ঘণ্টা ১০ মিনিটে পাড়ি দেন।
এভারেস্ট একাডেমির আয়োজনে, বাংলা চ্যানেলের আবিস্কারক কীর্তিমান ফটোগ্রাফার ও স্কুবা ডাইভার মরহুম কাজী হামিদুল হকের (১৯৪৯-২০১৩) স্মরণে আয়োজিত এই ম্যারাথন সাঁতারে এবার ছয়জনের একটি দল বাংলা চ্যানেল পাড়ি দেবেন।
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ১০ মার্চ ২০১৬
এমআর