ঢাকা: সম্প্রতি সতীর্থদের সমালোচনা করে খবরের শিরোনাম হন। যদিও পরে নিজের ভুল স্বীকার করে নেন।
রোমাকে হারিয়ে ইতোমধ্যেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল। তবে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে চূড়ান্ত সাফল্যের জন্য দলের ধারাবাহিকতার ঘাটতিতে বেশ উদ্বিগ্ন রোনালদো।
চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের আশা থাকলেও লা লিগার দৌড়ে ছিটকেই গেছে রিয়াল! ২৮ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে গ্যালাকটিকোরা। তাই দলের উন্নতির দিকেই জোর দিচ্ছেন সিআর সেভেন।
এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমাদের এখনো কিছু বিষয়ে ঘাটতি থেকেই যাচ্ছে। ধারাবাহিক পারফরম্যান্সের অভাব রয়েছে। ভাগ্যের সহায়তা পাচ্ছি না, দলের লক্ষ্যেও ঘাটতি রয়েছে। কিন্তু, আমরা যদি বর্তমান পারফরম্যান্সটা বজায় রাখতে পারি তবে সঠিক পথেই থাকব। ’
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
আরএম