ঢাকা: ফুটবল ম্যানেজমেন্টে সম্ভাব্য ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরি অঁরি। কোচিং পেশায় যুক্ত হতে ইতোমধ্যেই উয়েফার ‘এ’ শ্রেণির লাইসেন্স পেয়ে গেছেন সাবেক আর্সেনাল ও বার্সেলোনা তারকা।
তাই এখন থেকে প্রফেসনাল কোচিংয়ে নাম লেখাতে অঁরির আর কোনো বাধা থাকল না। তবে তা প্রিমিয়ার লিগ লেভেলের নিচে। এখন শুধুমাত্র প্রো লাইসেন্সের কাজ সম্পূর্ণ করলেই শীর্ষ লিগের ক্লাবের দায়িত্বও নিতে পারবেন।
প্রো লাইসেন্স পাওয়ার আগে চূড়ান্ত যোগ্যতার ক্ষেত্রে উয়েফা ‘এ’ লাইসেন্স সর্বোচ্চ প্র্যাকটিক্যাল কোচিং অ্যাওয়ার্ড। যা প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগে কোচিং করানোর জন্য বাধ্যতামূলক।
ইন্সটাগ্রাম পেজে নিজের যোগ্যতা অর্জনের খবরটি নিশ্চিত করেন ৩৮ বছর বয়সী অঁরি। তাতে লেখেন, ‘উয়েফা ‘এ’ লাইসেন্স পাওয়ার জন্য সহায়তা করায় ওসিয়ান রবার্টস (ওয়েলস ফুটবল দলের সহকারী ম্যানেজার) ও আর্সেনাল একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ। ’
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
আরএম