ঢাকা: চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই না হলে সামার ট্রান্সফার উইন্ডোতে অন্তত ৯ জন খেলোয়াড়কে হাতছাড়া করতে পারে চেলসি। পিএসজির কাছে হেরে ইতোমধ্যেই ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর থেকে বিদায় নিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
ব্রিটিশ দৈনিক ‘দ্য ডেইলি এক্সপ্রেস’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। বর্তমানে ২৯ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগ টেবিলে ১০ নম্বরে অবস্থান করছে চেলসি। ম্যাচ বাকি আর ৯টি। চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই হতে হলে থাকতে হবে শীর্ষ চারে।
এমন শঙ্কা থেকেই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় স্ট্যামফোর্ড ব্রিজ অধ্যায়ের ইতি টানতে পারেন। এর মধ্যে এডেন হ্যাজার্ড, পেদরো রদ্রিগেজ ও অস্কারের মতো তারকাদের ক্লাব ছাড়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
মিডফিল্ডার নিমাঞ্জা মাটিচ ও উইঙ্গার লইক রেমির ক্নাব ছাড়াটা নাকি অনেকটাই নিশ্চিত! নতুন চুক্তির প্রস্তাব না পেলে অধিনায়ক জন টেরিও শৈশবের ক্লাব থেকে বিদায় নিতে পারেন। অন্যদিকে, দিয়েগো কস্তা স্পেনে ফিরতে (অ্যাতলেতিকো মাদ্রিদ) আগ্রহী।
চলতি মৌসুম শেষেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেক্সান্ডার পাতোর ছয় মাসের ধারের চুক্তির মেয়াদ শেষ হবে। আর চেলসির সঙ্গে রাদামেল ফ্যালকাওয়ের স্থায়ী চুক্তি দূরে থাক ধারের চুক্তির মেয়াদ বাড়ানোরও কোনো সম্ভাবনা নেই।
এদিকে, দারুণ পারফরম্যান্সের পুরস্কারস্বরুপ উইলিয়ানকে নতুন চুক্তির প্রস্তাব দিতে পারে ব্লুজরা। কিন্তু, ব্রাজিলিয়ান তারকাও ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা যায়।
তবে কী ক্লাবের মূল খেলোয়াড়দেরই হারাতে যাচ্ছে চেলসি? চলতি মৌসুমে যে কোনো কিছুই তাদের পক্ষে নেই। খেলোয়াড়দের ফর্মহীনতা, মৌসুমের মাঝপথে হোসে মরিনহোকে বরখাস্ত করা...। সব মিলিয়ে এক ক্রান্তিকাল অতিক্রম করছে গতবারের ইংলিশ চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
আরএম