ঢাকা: বয়স চলে গেছে ৩৮ এর কোঠায়। কিন্তু দমতে নারাজ অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।
সাসউলোর বিপক্ষে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যর সিরিআ লিগে সর্বশেষ ১-০ গোলে জেতে। এ ম্যাচে জুভিদের হয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর আরেকটি রেকর্ডের সামনে বুফন।
এখন পর্যন্ত ৯২৬ মিনিট জুভিদের গোলপোস্ট সুরক্ষিত রেখেছেন বুফন। যা লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। তার সামনে এখন সাবেক এসি মিলান তারকা সেবাস্তিয়ান রসিকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি রয়েছে। আর এর জন্য নিজেদের পরবর্তী ম্যাচে বুফনকে মাত্র তিন মিনিট গোল পোস্ট আগলে রাখলেই চলবে।
২০১৫-১৬ মৌসুমে ২৯ ম্যাচে মাত্র ১৫ গোল হজম করা বুফন সর্বশেষ সাম্পদোরিয়ার বিপক্ষে গত ১০ জানুয়ারির ম্যাচে হার মানেন। যদিও ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৬
এমএমএস