ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ওয়ালটনের সহায়তায় স্কুল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ওয়ালটনের সহায়তায় স্কুল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও গোল্ডেন স্পোর্টিং ক্লাব এর আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ালটন স্কুল দাবা প্রতিযোগিতা-২০১৬’।

শনিবার (১২ মার্চ) দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজধানীর খান হাসান আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ শতাধিক ছাত্র-ছাত্রী।



সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রধান ও সিনিয়র অতিরিক্ত পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমির আলী রানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সারওয়ার, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী ছাত্তার খন্দকার এবং সাবেক কমিশনার হাজী নাজিম আলী দেওয়ান।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ১২ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।