ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বায়ার্নের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
বায়ার্নের বড় জয় ছবি: সংগৃহীত

ঢাকা: বুন্দেসলিগায় বড় জয় পেয়েছেন বায়ার্ন মিউনিখ। থিয়াগো আলকান্ত্রা ও থমাস মুলারের জোড়া গোলে ওয়েরডার ব্রেম্যানের বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

দলের হয়ে বাকি গোলটি করেন রবার্ট লেভান্ডভস্কি।

শনিবার ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারিনায় ব্রেম্যানকে আতিথিয়েতা জানায় বায়ার্ন। তবে ম্যাচে দারুণ আধিপত্য বিস্তার করে লিগে দুই ম্যাচ পরে জয়ে ফেরে জার্মান চ্যাম্পিয়নরা।

এদিন ম্যাচের নয় মিনিটেই আলকান্ত্রার গোলে এগিয়ে যায় বায়ার্ন। আর বিরতির আগে মুলার ৩১ মিনিটে গোল করলে ২-০তে এগিয়ে যায় বাভারিয়ানরা।

বিরতির পর ৬৫ মিনিটে আরেকটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন মুলার। ম্যাচের শেষ দিকে এসে আরও জ্বলে ওঠে স্বাগতিকরা। ৮৬ মিনিটে লেভান্ডভস্কি ও ৯০ মিনিটে আলকান্ত্রা নিজের জোড়া গোল পূর্ণ করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।