ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

মাঠের বাইরে বেনজেমা-ক্রুস-রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
মাঠের বাইরে বেনজেমা-ক্রুস-রদ্রিগেজ ছবি : সংগৃহীত

ঢাকা: লাস পালমাস ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জেমস রদ্রিগেজ, টনি ক্রুস ও দানিলো। রিয়াল মাদ্রিদের হয়ে করিম বেনজেমারও এ ম্যাচে খেলা হচ্ছে না।

প্রথম তিনজনকে বিশ্রাম দেওয়া হলেও ফিটনেসে ঘাটতি থাকায় ফ্রেঞ্চ স্ট্রাইকারকে দলে রাখেননি জিনেদিন জিদান।

রোববার (১৩ মার্চ) স্বাগতিক লাস পালমাসের মুখোমুখি হবে রিয়াল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায়।

অন্যদিকে, তরুণ ফরোয়ার্ড বোরজা মায়োরাল, নাচো ফার্নান্দেজ ও আলভারো আরবেলোয়া দলে ফিরেছেন। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও পালমাসের বিপক্ষে গ্যালাকটিকোদের জয়ের বিকল্প নেই। কেননা, দ্বিতীয় স্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে চাপে রাখতে যে পয়েন্ট খোঁয়ানো চলবে না!

বর্তমানে অ্যাতলেতিকোর (২৯ ম্যাচে ৬৭) চেয়ে সাত পয়েন্ট ও শীর্ষে থাকা বার্ষেলোনা থেকে ১৫ পয়েন্ট দূরে রিয়াল (২৮ ম্যাচে ৬০)।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।