ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

সানচেজে ভীত ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
সানচেজে ভীত ইনিয়েস্তা ছবি: সংগৃহীত

ঢাকা: আলেক্সিস সানচেজকে ঘিরে সতীর্থদের সতর্কই করে দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। চিলিয়ান উইঙ্গার ন্যু ক্যাম্পে ‘সমস্যা সৃষ্টি করতে পারেন’ বলে মনে করেন বার্সেলোনা অধিনায়ক।

বলা যায়, সানচেজ হুমকি হিসেবেই মানছেন ইনিয়েস্তা।

বুধবার (১৬ মার্চ) চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের দ্বিতীয় লেগে বার্সার মুখোমুখি হবে আর্সেনাল। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগের ২-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখে কাতালানরা। দু’টি গোলই আসে লিওনেল মেসির পা থেকে। তবে সুবিধাজনক অবস্থানে থাকলেও আকাশে উড়ছেন না ইনিয়েস্তা। সাবেক সতীর্থ সানচেজকে নিয়ে খানিকটা ভয়েই আছেন স্প্যানিশ মিডফিল্ডার!

‘সানডে মিরর’কে দেওয়া সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘বার্সেলোনার সঙ্গে আর্সেনালের অতীত বলে তাদের একটি বড় স্কোয়াড রয়েছে। সানচেজ তাদের মূল খেলোয়াড়। আমাদের তাকে অবশ্যই নজরে রাখতে হবে। ’

সানচেজকে নিয়ে ইনিয়েস্তা যোগ করেন, ‘সে (সানচেজ) বড় মাপের ফুটবলার। বার্সায় খেলার সময়ই সে তার লেভেল দেখিয়েছে। কিন্তু, এই ক্লাবটিতে প্রথম পছন্দের স্ট্রাইকার হওয়াটা মোটেও সহজ কাজ নয়। তার মধ্যে অনেক প্রতিভা রয়েছে এবং সে সমস্যা তৈরি করতে পারে। আমি নিশ্চিত সমর্থকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। কিন্তু, মাঠে প্রথম মিনিট থেকেই তা পরিবর্তন হয়ে যাবে। এটাই যৌক্তিক। ’

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।