ঢাকা: ম্যাচ জিতলেই আট ম্যাচ হাতে রেখে টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ত্রয়েসের জালে রীতিমতো গোল উৎসবে মাতে পিএসজি।
জ্লাতান ইব্রাহিমোভিচ একাই করেন চার গোল। প্রথমার্ধের ১৯ মিনিটের মধ্যেই ৩-০ গোলের লিড নেয় লঁরা ব্লাঁর শিষ্যরা। গোল উৎসবের শুরুটা করেন এডিনসন কাভানি। ১৭ মিনিটে হাভিয়ের পাস্তোরে ও দুই মিনিট পর দলের তৃতীয় গোলটি করেন আদ্রিয়েন র্যাবিয়ট। তিন গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভিজিটররা।
দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে স্বাগতিকদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় বদলি হিসেবে নামা লোসেমি কারাবো। ডি-বক্সে কাভানিকে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এ ফ্রেঞ্চ মিডফিল্ডার। ততক্ষণে ৭-০ গোলে এগিয়ে পিএসজি। পেনাল্টি মিস করলেও সৌভাগ্যক্রমে ফিরতি বলে নিজের দ্বিতীয় ও দলের হয়ে অষ্টম গোলটি করেন কাভানি।
এর আগে দ্বিতীয়ার্ধ শুরুর ১০ মিনিটের মধ্যে হ্যাটট্রিক (৪৬, ৫২, ৫৫ মি.) উল্লাসে মাতেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। ৫৯ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ত্রয়েস ডিফেন্ডার ম্যাথিউ সনিয়ার। আর নির্ধারিত সময়ের দুই মিনিট আগে নিজের চার নম্বর গোলে প্রতিপক্ষের জালে শেষ পেরেকটি ঠুকে দেন ৩৪ বছর বয়সী ইব্রা।
পয়েন্ট টেবিলে আট ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা পিএসজির সংগ্রহ ৩০ ম্যাচে ৭৭। সমান ম্যাচে ৫২ পয়েন্টে দ্বিতীয় স্থানে মোনাকো।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্ ১৩, ২০১৬
আরএম