ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

শেষ মুহূর্তের গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
শেষ মুহূর্তের গোলে রিয়ালের কষ্টার্জিত জয় ছবি : সংগৃহীত

ঢাকা: কি হলো রিয়াল মাদ্রিদের? দুর্বল লাস পালমাসের বিপক্ষে জিততেও ঘাম ঝড়াতে হলো জিনেদিন জিদানের শিষ্যদের। তবে কাসিমিরোর শেষ মুহূর্তের গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।



সোমবার রাতে স্তাদিও দি গ্রান ক্যানারিয়াতে অতিথি হিসেবে খেলতে যায় রিয়াল। তবে জয় পেতে মাঠে এক প্রকার যুদ্ধ করতে হয় গ্যালাকটিকোদের।

এদিন ম্যাচের ২৪ মিনিটেই অবশ্যে এগিয়ে যায় রিয়াল। অধিনায়ক সার্জিও রামোসের গোলে লিড পায় সফরকারীরা। পরে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

বিরতির পর রিয়াল আরও বেশ কয়েকটি আক্রমণ শানায়। তবে খেলার ৮৭ মিনিটে উইলিয়ান হোসের দারুণ গোলে সমতা পায় পালমাস। কিন্তু এ সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। দুই মিনিট পরেই রিয়াল শিবিরে হাসি ফোটান কাসিমিরো। তার দুর্দান্ত গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জিদান শিষ্যরা।

এ ম্যাচ শেষে লিগ টেবিলের তিনেই রইল রিয়াল। ২৯ ম্যাচ শেষে দলটির পয়েন্ট ৬৩। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।