ঢাকা: এফএ কাপে প্রায় ছিটকে পড়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। তবে অ্যান্তোনিও মার্শালের শেষ মুহূর্তের গোলে ওয়েস্ট হামের বিপক্ষে সমতা নিয়ে মাঠ ছাড়ে লুইস ফন গালের শিষ্যরা।
সোমবার ওল্ড ট্রাফোডে ওয়েস্ট হামকে আতিথিয়েতা জানায় ম্যানইউ। ষষ্ঠ রাউন্ডের এ ম্যাচে খেলার প্রথম থেকেই দু’দলের মধ্যে দারুণ লড়াই চলে। তবে খেলার ৬৮ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা।
দিমিত্রি পায়েতের অসাধারণ গোলে লিড পায় ওয়েস্ট হাম। পরে এক পর্যায়ে হারের শঙ্কা জাগে ম্যানইউ’র মাঝে। তবে ম্যাচের ৮৩ মিনিটে মার্শালের গোল স্বস্তি এনে দেয় রেড ডেভিলস শিবিরে।
ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে দু’দল।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৬
এমএমএস