ঢাকা: চলতি মৌসুমে বেশ কয়েকবার আশা জাগিয়েছিলো আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। বিশেষ করে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের মনে হচ্ছিল তারা বুঝি বহুদিন পর ট্রফিতে চুমু খাবে।
২০১৫-১৬ মৌসুমে একের পর এক চমক দেখিয়েছে লিচেস্টার সিটি। বর্তমানে লিগ টেবিলের শীর্ষে থাকা দলটি সর্বশেষ নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জয় পায়। ফলে দ্বিতীয় অবস্থানে থাকা টটেনহামের সঙ্গে পাঁচ পয়েন্ট ব্যবধান তৈরী করে ফক্স খ্যাত দলটি।
কোয়েম্যান জানান, সিটি ও গানাররা শেষ দিকে এসে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
কোয়েম্যান বলেন, ‘শীর্ষে থাকা দলটি আর্সেনাল থেকে ১১ পয়েন্ট ও ম্যানসিটি থেকে ১২ পয়েন্ট এগিয়ে। সুতরাং তারা শিরোপা দৌড়ে আর নেই। ’
তিনি আরও বলেন, ‘বর্তমানে লড়াইটি হচ্ছে লিচেস্টার ও টটেনহামের বিপক্ষে। টটেনহাম এখনও খুব কাছে রয়েছে। এ ম্যাচের আগে শিরোপা দৌড়ে চার থেকে পাঁচটি দল ছিলো। তবে বর্তমানে এটি দুই দলের খেলা। ’
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৬
এমএমএস