ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

অবসর ভেঙে ফ্রান্স দলে ফিরছেন রিবেরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
অবসর ভেঙে ফ্রান্স দলে ফিরছেন রিবেরি ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ফুটবলে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসছেন ফ্রাঙ্ক রিবেরি। ঘরের মাঠে অনুষ্ঠেয় ২০১৬ ইউরোতে (১০ জুন শুরু) তাঁর ফ্রান্স দলে প্রত্যাবর্তন হতে পারে।

কিন্তু, সবকিছুর আগে চাই দিদিয়ের দেশমসের সম্মতি। কোচের সঙ্গে আলোচনার উপরই সবকিছু নির্ভর করছে।

২০১৪ বিশ্বকাপের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন রিবেরি। পিঠের ইনজুরির কারণে ব্রাজিল বিশ্বকাপের আগ মুহূর্তে ছিটকে পড়েছিলেন বায়ার্ন মিউনিখ তারকা। ফ্রান্সের জার্সি গায়ে ৮১টি ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার। গোল করেছেন ১৬টি।

গত মাসেই ঊরুর ইনজুরি কাটিয়ে পূর্ণ ফিটনেসে ক্লাব ফুটবলে ফেরেন রিবেরি। এবার জাতীয় দলে ফিরতে চাইছেন বিশ্ব ফুটবলের অন্যতম এ তারকা ফুটবলার।

এক সাক্ষাৎকারে রিবেরি বলেন, ‘আমি এই খবরটি পড়েছি যে, ইউরোর জন্য সেরা একজনকে দলে চাচ্ছেন দিদিয়ের দেশমস। আমি বায়ার্নের হয়ে মাঠে ফিরেছি এবং নিজের শতভাগ ফিটনেসে আছি। কিন্তু, জাতীয় দলের হয়ে আবারো খেলতে চাইলে অবশ্যই দেশমসের সঙ্গে আলোচনা করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।