ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

প্রীতি ম্যাচে জার্মানি-ডাচদের মুখোমুখি ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
প্রীতি ম্যাচে জার্মানি-ডাচদের মুখোমুখি ইংল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ লিগে উড়তে থাকা লিচেস্টার সিটির হয়ে দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন ড্যানি ড্রিঙ্কওয়েটার। এবার প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পেলেন ২৬ বছর বয়সী এ মিডফিল্ডার।

চলতি মাসেই জার্মানি ও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইংলিশরা।

ইনজুরির কারণে ছিটকে গেছেন অধিনায়ক ওয়েইন রুনি। তবে দলে ফিরেছেন লিভারপুল তারকা ড্যানিয়েল স্টারিজ। অভিষিক্ত ড্রিঙ্কওয়েটারের ক্লাব সতীর্থ জ্যামি বার্ডি, আর্সেনালের দুই ফরোয়ার্ড থিও ওয়ালকট ও ড্যানি ওয়েলবেক স্কোয়াডে রয়েছেন।

গানারদের অপর দুই তারকা জ্যাক উইলশেয়ার ও অ্যালেক্স ওক্সলেড চেম্বারলিন ইনজুরির কারণে খেলতে পারছেন না। বাদ পড়েছেন এভারটন ডিফেন্ডার লেইটন বেইনস। অভিজ্ঞ মিডফিল্ডার মাইকেল ক্যারিকেরও দলে জায়গা হয়নি।

ইংলিশ লিগের চলতি মৌসুমে টটেনহামও শিরোপার অন্যতম দাবিদার। ৩০ ম্যাচ শেষে শীর্ষে থাকা লিচেস্টারের চেয়ে তারা পাঁচ পয়েন্টে পিঁছিয়ে। স্পারসদের হয়ে খেলা কাইল ওয়াকা, ড্যানি রোস, ডেলি আলী, এরিক ডায়ার ও হ্যারি কেন সবাইকে স্কোয়াডে রেখেছেন ইংল্যান্ড কোচ রয় হজসন।

আগামী ২৬ মার্চ (শনিবার) জার্মানির মাঠে আতিথ্য নেবে রুনিবিহীন ইংল্যান্ড। তিনদিন পর (মঙ্গলবার) ঘরের মাঠে ডাচদের মুখোমুখি হবে ইংলিশরা। বাংলাদেশ সময় অনুযায়ী দু’টি ম্যাচ শুরু হবে যথাক্রমে দিবাগত রাত পৌনে ২টা ও দিবাগত রাত ১টায়।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।