ঢাকা: পেশাদার ক্লাব ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই রোমার হয়ে খেলছেন ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেস্কো টট্টি। তবে ‘বয়সের ভারে’ শৈশবের ক্লাবটিতেই এখন ব্রাত্য হয়ে পড়েছেন ৩৯ বছর বয়সী এ ফরোয়ার্ড।
একটি সূত্রের বরাত দিয়ে গোল ডট কম জানায়, লিচেস্টারের ইতালিয়ান কোচ ক্লদিও র্যানিয়েরি টট্টিকে দলে ভেড়াতে আর্থিক প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে কী সামার ট্রান্সফার উইন্ডোতেই প্রথমবারের মতো গতিময় ইংলিশ ফুটবলের স্বাদ নিতে যাচ্ছেন টট্টি?
অবশ্য, সবকিছুই এখনো গুজব হিসেবেই ধরে নেয়া হচ্ছে। কেননা, রোমা কিংবা লিচেস্টার ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি। টট্টির নিজেরও ইংল্যান্ডে পাড়ি জমানোর ইচ্ছে আছে কিনা তাও পরিস্কার নয়। তারকা ফুটবল হলেও বয়সটা যে তার পক্ষে নেই!
সূত্রমতে, চলতি মৌসুম শেষেই দীর্ঘ দুই যুগের রোমা অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন টট্টি। কোচ লুসিয়ানো স্প্যালেত্তির সঙ্গেও নাকি সম্পর্কটা ভালো যাচ্ছে না। এ মৌসুমে রোমার হয়ে এখন পর্যন্ত ২৯ ম্যাচের মধ্যে মাত্র ছয়টিতে মাঠে নেমেছেন বিশ্বকাপ জয়ী এ খেলোয়াড়।
টট্টির পরবর্তী গন্তব্য হিসেবে সবাই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারকেই (এমএলএস) ধরে নিয়েছিলেন। কিন্তু, নতুন করে উঠে এলো ইংলিশ লিগের খবর। তাও যেনতেন ক্লাব নয়! লিচেস্টার সিটি।
যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি, ম্যানইউ, ম্যানসিটি, অর্সেনাল ও লিভারপুলের মতো ফেভারিটদের হটিয়ে লিগ শিরোপা জেতার প্রহর গুনছে। ৩০ ম্যাচ শেষে পাঁচ পয়েন্টের লিড নিয়েছে লিচেস্টার। মৌসুম শেষ হতে বাকি আর আটটি ম্যাচ।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএম