ঢাকা: আরেকটি ট্রেবল জয়ের পথে হাঁটছে বার্সেলোনা। ‘এমএসএন’ ত্রয়ী মেসি-নেইমার-সুয়ারেজের নৈপুণ্যে দুর্দান্ত গতিতে ছুটছে স্প্যানিশ জায়ান্টরা।
গত মৌসুমে বার্সার ট্রেবল শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন আক্রমণভাগের তিন কারিগর মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। সব ধরনের প্রতিযোগিতায় তিনজন মিলে করেন ১২২ গোল। সবশেষে তিনজনের গোলেই আর্সেনালকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কাতালানরা।
এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বার্সেলোনা এমএসএন এর উপর নির্ভরশীল নয়। আমাদের সেরা একটি স্কোয়াড আছে এবং আক্রমণভাগের তিনজনের চেয়ে টিম বার্সা অনেক বেশি কিছু। আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে। ’
আর্জেন্টাইন আইকন যোগ করেন, ‘রেকর্ড আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। শিরোপা জেতাটাই মূল বিষয়। আমরা সব সময়ই আরো বেশি কিছু জিততে চাই। শিরোপা জেতার মধ্য দিয়ে যদি রেকর্ড ভাঙা যায় তবে তা অবশ্যই দারুণ হবে। আমাদের এমন খেলোয়াড় আছে যারা ইতোমধ্যেই সব শিরোপাই জিতেছে। আমার সবসময়ের লক্ষ্য হচ্ছে, বার্সা ও আর্জেন্টিনার সবকিছু জেতা। ’
ট্রেবল প্রসঙ্গে মেসির ভাষ্য, ‘দ্য ট্রেবল? আমরা একাট ধাপে পা রেখেছি। লক্ষ্য থাকবে সব শিরোপার জন্য চ্যালেঞ্জ জানানো এবং সেটিই আমরা এখন করছি। লা লিগার শিরোপা এখনো নিশ্চিত নয়। ম্যাচ জেতার মধ্য দিয়ে মৌসুম শেষ করতে হবে। চ্যাম্পিয়নস লিগের প্রতিপক্ষ টিমগুলোও শক্তিশালী। এটা কঠিন হবে। আমি শুধু ফুটবল নিয়ে চিন্তা করছি। অন্য সব কিছুই কম গুরুত্বপূর্ণ। ’
লা লিগায় ২৯ ম্যাচ শেষে আট পয়েন্টের লিড বার্সার। এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৮ ম্যাচে অপরাজিত লুইস এনরিকের শিষ্যরা। স্প্যানিশ ফুটবলে আগের রেকর্ডটি ছিল রিয়ালের (৩৪ ম্যাচ) দখলে। আগামী মে মাসে কোপা দেল রের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে টিম বার্সা।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আরএম