ঢাকা: গত বছরের ৩১ জুলাই। কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে আহমেদের বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেয়।
এরপর আন্তর্জাতিক মিডিয়ায় খবরের শিরোনাম হন আহমেদ। বয়সে ছোট হলেও তার মধ্যে রয়েছে ফুটবলের প্রতি ভালোবাসা। তার স্বপ্ন ছিল কোনো একদিন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের সঙ্গে দেখা করা।
অবশেষে আহমেদের স্বপ্ন পূরণ হলো। ইতোমধ্যেই সান্তিয়াগো বার্নাব্যু সহ রিয়ালের ট্রেনিং গ্রাউন্ডও ঘুরে দেখেছে আহমেদ। যেখানে সে স্প্যানিশ জায়ান্টদের অনুশীলন পর্বও উপভোগ করে। সঙ্গে ছিলেন তার চাচা নাসের দাওয়াবশা। তিনদিনের স্পেন সফর শেষে পুনরায় হাসপাতালে তার চিকিৎসা চলবে।
বার্নাব্যুতে আহমেদকে স্বাগত জানানোর পর তার সঙ্গে ছবি তোলেন রিয়ালের খেলোয়াড়রা। সবার আগে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল তারকারা আহমেদকে একটি সই করা জার্সি ও ফুটবল উপহার দেন। এরপরই বার্নাব্যুতে পা রাখেন আহমেদ ও মাঠে হেঁটে বেড়ান। স্বপ্ন পূরণের দিনটি ছোট্ট আহমেদের জীবনে স্মরণীয় হয়েই থাকবে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আরএম