ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বার্সা-অ্যাতলেতিকো, রিয়াল-উলফসবার্গ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
বার্সা-অ্যাতলেতিকো, রিয়াল-উলফসবার্গ ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) শেষ আটের এই ড্র অনুষ্ঠিত হয়।

দুই লেগের কোয়ার্টারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার মুখোমুখি হবে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে জার্মান ক্লাব উলফসবার্গ। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়তে হবে বেনফিকাকে। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ।

এদিকে, ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন।

প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫ ও ৬ এপ্রিল আর ফিরতি লেগ ১২ ও ১৩ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।