ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নেইমারের ওপর কর ফাঁকির জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
নেইমারের ওপর কর ফাঁকির জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: মাঠে বেশ ফুরফুরে রয়েছেন নেইমার। ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস।

গোল করছেন, ফর্মে ফিরেছেন, দলকে জেতাচ্ছেন। কিন্তু মাঠের বাইরের সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না বার্সেলোনা স্ট্রাইকারের। কর ফাঁকি দেওয়ার দায়ে এবার নেইমারের উপর ৪৫ মিলিয়ন ইউরোর চাপ পড়েছে।

এর আগে ব্রাজিলিয়ান অধিনায়কের ব্যাক্তিগত বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল আদালত। যার মধ্যে ছিলো তার ব্যক্তিগত জেট এয়ারওয়েজও। এবার করের সঙ্গে সুদ ও সময় মতো ট্যাক্স না দেওয়ার জন্য আর্থিক জরিমানাও করা হয়েছে। তবে এর বিরুদ্ধে আবেদন জানাতে পারেন নেইমার।

আদালতের বক্তব্য অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ ২০১২ থেকে ২০১৪র মধ্যে নেইমারের ম্যানেজমেন্ট সংস্থা নির্ধারিত কর দিতে পারেনি। এছাড়াও নেইমারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ২০১৩তে সান্তোস থেকে বার্সায় যাওয়ার সময়ও তার ট্রান্সফার নিয়েও দুর্নিতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।