ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ইউরোপা লিগ কোয়ার্টারের ড্র অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
ইউরোপা লিগ কোয়ার্টারের ড্র অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

ঢাকা: হয়ে গেল ইউরোপিয়ান ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ আসর ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের ড্র। এবারের শেষ আটের লড়াইয়ে স্প্যানিশ ক্লাবগুলোর আধিপত্য রয়েছে।

সর্বোচ্চ তিনটি স্পেন ক্লাব খেলছে এ পর্যায়ে। এছাড়া একটি করে দল রয়েছে ইংল্যান্ড, জার্মান, ইউক্রেন, পর্তুগাল ও চেক রিপাবলিক থেকে।

কোয়ার্টারের লড়াইয়ে ব্রাগা (পর্তুগাল) খেলবে শাখতার দোনেস্কের বিপক্ষে (ইউক্রেন)। ভিয়ারিয়াল (স্পেন) খেলবে স্পার্টা প্যারাগের (চেক রিপাবলিক) বিপক্ষে। দুই স্প্যানিশ দল অ্যাতলেটিকো বিলবাও ও সেভিয়া মুখোমুখি লড়াইয়ে নামবে। এছাড়া ইংলিশ জায়ান্ট লিভারপুল লড়বে জার্মান জায়ান্ট বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

লিভারপুলের কোচ ইয়র্গেন ক্লপের জন্য এবারের ম্যাচটি ভিন্ন মাত্রা যোগ করবে। কারণ তার শিষ্যরা খেলবে তার সাবেক শিষ্য ডর্টমুন্ডের বিপক্ষে। ম্যাচগুলোর প্রথম ও দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭ ও ১৪ এপ্রিল।

ইউরোপা ড্রয়ের একই দিন অনুষ্ঠিত হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্রও।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৬
এমএমএস

** বার্সা-অ্যাতলেতিকো, রিয়াল-উলফসবার্গ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।