জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
শনিবার (১৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট মো. ওবায়দুর রহমান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের খেলায় নৃ-বিজ্ঞান বিভাগের কাছে ৪-৩ গোলে পরাজিত হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এএটি/এমএ