ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ফেব্রিগাসের জোড়া গোলে চেলসির রক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
ফেব্রিগাসের জোড়া গোলে চেলসির রক্ষা ছবি: সংগৃহীত

ঢাকা: সেস ফেব্রিগাসের জোড়া গোলে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে হার এড়ালো চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে গ্যাস হিদিঙ্কের শিষ্যরা।



শনিবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ওয়েস্ট হামকে আতিথিয়েতা জানায় চেলসি। তবে ম্যাচের ১৭ মিনিটেই পিছিয়ে যায় ব্লুজরা। ম্যানুয়েল লানজিনি গোলে করে ওয়েস্ট হামের লিড পাইয়ে দেন। তবে বিরতির আগে অতিরিক্ত সময়ে ফেব্রিগাস গোল করে চেলসির সমতা আনেন।

বিরিতির পর ৬১ মিনিটে অ্যান্ডি ক্যারোল গোল করলে আবারও লিড পায় সফরকারীরা। তবে ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে স্প্যানিশ মিডফিল্ডার ফেব্রিগাস পেনাল্টি থেকে নিজের জোড়া গোল পূর্ণ করে দলকে রক্ষা করেন।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৬
এমএমএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।