ঢাকা: বুন্দেসলিগায় ক্লোনের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন মিউনিখ। দলের এ জয়ে দারুণ অবদান রাখেন স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি।
শনিবার ক্লোনের মাঠে আতিথিয়েতা নিতে যায় বায়ার্ন। আর ম্যাচের ১০ মিনিটেই গোল করে দলের লিড এনে দেন পোলিশ তারকা লেভান্ডভস্কি। কিন্তু ম্যাচের বাকি সময় সফরকারী তারকাদের আর কোন গোল করতে দেয়নি মাঝারিমানের দল ক্লোন।
এ জয়ের ফলে ২৭ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বাভারিয়ানরা। এক ম্যাচ কম খেলা বুরুশিয়া ডর্টমুন্ডের সংগ্রহ ৬১ পয়েন্ট।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৬
এমএমএস