ঢাকা: মঞ্চটা তৈরিই ছিল। কিন্তু, নিজেদের মাঠে শিরোপা উৎসবের রাতে উল্টো দুঃস্বপ্নই উপহার পেল পিএসজি।
হোম ভেন্যুতে ৩৪ ম্যাচ পর হারের লজ্জায় ডোবে পিএসজি। আশ্চর্যজনক হলেও সত্য, মোনাকোর বিপক্ষে এ নিয়ে সবশেষ ১৩টি লিগ ম্যাচের মধ্যে একটি জয়ের বিপরীতে চারটিতেই হার মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাকি ৮টি ম্যাচ ড্র হয়।
প্যারিসের মাঠে পুরো ম্যাচ জুড়েই গোলের জন্য হাহাকার করেন কাভানি-ইব্রাহিমোভিচ-ডি মারিয়ারা। প্রথমার্ধ থাকে গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে মোনাকোকে লিড এনে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভাগনার লাভ।
তিন মিনিট না যেতেই স্বাগতিক দর্শককের রীতিমতো স্তব্ধ করে দেয় ভিজিটররা। পেনাল্টি থেকে বল জড়ান ভাগনারের স্বদেশী ডিফেন্ডার ফাবিনহো। ম্যাচ ফিরতে মরিয়া ইব্রাহমোভিচরা আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও গোল পরিশোধে ব্যর্থ হন। তাই ম্যাচ শেষে পিএসজির শিরোপা উল্লাসের রাতটা হতাশায় রূপ নেয়!
পয়েন্ট টেবিলে ৩১ ম্যাচ শেষে শীর্ষে থাকা পিএসজির সংগ্রহ ৭৭। সমান ম্যাচে ৫৫ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে মোনাকো।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
আরএম