ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশের আরও ম্যাচ উইনার আছে: স্মিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বাংলাদেশের আরও ম্যাচ উইনার আছে: স্মিথ

ঢাকা: তাসকিন আহমেদ ও আরাফাত সানির অনুপস্থিতি সত্ত্বেও বাংলাদেশ দলকে সমীহর চোখেই দেখছেন স্টিভেন স্মিথ। সোমবার (২১ মার্চ) টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে অজিদের মুখোমুখি হবে টাইগাররা।



বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় গ্রুপ ‘টু’র গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে। নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় সুপার টেনে দু’দলের কেউই এখনো পয়েন্টের মুখ দেখেনি।

এক সাক্ষাৎকারে স্মিথ বলেন, ‘বাংলাদেশ দলে এখনো কোয়ালিটি বোলার রয়েছে। আমরা তাদের মোটেও হালকাভাবে নিচ্ছি না। এটা কঠিন এক ম্যাচ হবে কারণ, বাংলাদেশ এখন আগের চেয়েও পরিণত এবং তাদের দলে কয়েকজন ম্যাচ উইনার আছে। তাদেরকে হারাতে হলে আমাদের সেরাটাই দিতে হবে। ’ অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে গত শনিবার (১৯ মার্চ) আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন ও সানির বোলিং নিষিদ্ধ করে আইসিসি।

অজি অধিনায়ক যোগ করেন, ‘চন্ডিকা হাতুরুসিংহের (বাংলাদেশ দলের কোচ) অধীনে বাংলাদেশ অনেক কিছুই শিখেছে। তারা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ’

নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে অধরা টি-২০ বিশ্বকাপ স্বপ্নে বড় এক ধাক্কা খায় ওয়ানডেতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এখন জয়ের ধারায় ফিরতে মরিয়া অজিরা। যেখানে প্রথমেই বাংলাদেশ বাধার সম্মুখীন হচ্ছেন স্মিথ-ওয়ার্নাররা।

এ ব্যাপারে স্মিথের ভাষ্য, ‘এটা একটা কঠিন গ্রুপ। আমাদের গ্রুপে বেশ কয়েকটি কঠিন প্রতিপক্ষ রয়েছে। অবশ্যই আমাদের শুরুটা ভালো হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে অন্যান্য রাতের মতো প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। এটা এখন অতীত। যদি আমরা ওয়ার্ল্ড কাপ জিততে চাই তবে আমাদের প্রতিটি ম্যাচই জিততে হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।