ঢাকা: চলতি মৌসুমেও অপ্রতিরোধ্য বার্সেলোনার তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। প্রায় দুই বছর পর উরুগুয়ের এই গোলমেশিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিলের বিপক্ষে ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জাতীয় দলে ফিরেছেন।
বর্তমান ফুটবল বিশ্বে যেকোনো প্রতিপক্ষের জন্যই এক আতঙ্কের নাম লুইস সুয়ারেজ। বিষয়টি এড়িয়ে যাননি সেলেকাওদের ডিফেন্ডার জিল। রিওতে সংবাদ সম্মেলনে সুয়ারেজ প্রসঙ্গে তিনি জানান, আমার কোনো উপায় জানা নেই সুয়ারেজকে আটকে রাখার। সে একজন চমৎকার স্ট্রাইকার। ফুটবলার হিসেবে সে অপ্রতিরোধ্য। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পরিকল্পনামাফিক খেলতে হবে। প্রতিপক্ষের নির্দিষ্ট একজনকে নিয়ে ভাবলে হবেনা।
ব্রাজিল ডিফেন্ডার আরও যোগ করেন, সুয়ারেজকে আটকে রাখার মতো আমরা চেষ্টা করবো তার সতীর্থদেরও রুখে দিতে। আমাদের সে আত্মবিশ্বাস আছে। আমরা জানি সর্বোচ্চ পর্যায়ে আমাদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। নিজেদের সেরাটা দিয়েই আমরা ভালো পারফর্ম করতে চাই। অনুশীলনের মাঠে সুয়ারেজকে নিয়ে আমি অতিরিক্ত কাজ করতে চাই।
৯ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রাখতে যাচ্ছেন সুয়ারেজ। ব্রাজিল বিশ্বকাপে (২০১৪ সালে) ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও চিয়েলিনিকে কামড় দিয়ে কঠোর শাস্তির আওতায় পড়েন তিনি। এরপর থেকেই জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে ছিলেন ২৯ বছর বয়সী এ স্ট্রাইকার। ন্যাক্কারজনক ওই ঘটনায় তাকে সব ধরনের ফুটবলে চার মাস ও উরুগুয়ের জার্সিতে ৯টি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করে ফিফা।
প্রত্যাবর্তনের ম্যাচে শুরুতেই ক্লাব সতীর্থ নেইমারের মুখোমুখি হবেন সুয়ারেজ। আগামী ২৬ মার্চ (শনিবার) সেলেকাওদের মাঠে আতিথ্য নেবে উরুগুইয়ানরা।
রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে ব্রাজিলের (২৬ মার্চ) বিপক্ষে খেলার চারদিন পর (৩০ মার্চ) ঘরের মাঠে পেরুর মুখোমুখি হবে দু্ইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ দু’টি শুরু হবে যথাক্রমে সকাল পৌনে ৭টা ও ভোর ৫টায়।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে উরুগুয়ে। চার ম্যাচ শেষে তাদের সংগ্রহ তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট। সমান ম্যাচে শতভাগ জয়ে শীর্ষে ইকুয়েডর। সাত পয়েন্ট নিয়ে তিনে নেইমারের ব্রাজিল ও দুই পয়েন্ট পিছিয়ে থেকে ছয়ে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ২২ মার্চ ২০১৬
এমআর