ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

দীর্ঘ সময় রিয়ালে থাকবেন বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
দীর্ঘ সময় রিয়ালে থাকবেন বেল

ঢাকা: রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে আসার পর নিজেকে ভালোই মানিয়ে নিয়েছেন গ্যারেথ বেল। মাঝে ফর্মটা খারাপ গেলেও ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাদের সঙ্গে রিয়াল ‍অ্যাটাকে নতুন মাত্রা যোগ করেছেন এ ওয়েলস তারকা।

আর ভবিষ্যতে বেল গ্যালাকটিকোদের হয়ে দীর্ঘদিন খেলবেন বলে মনে করেন দলটির সাবেক প্রেসিডেন্ট রামোন কালদেরন।

২৬ বছর বয়সী এ তারকার বর্তমান চুক্তি অনুযায়ী তিনি রিয়ালের হয়ে আরও তিন বছর খেলবেন। তবে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, স্প্যানিশ জায়ান্টরা তার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করবে। তখন তার বয়স হবে ৩১।

কালদেরন বলেন, ‘বেল সেভিয়ার বিপক্ষে দারুণ খেলেছে। আশাকরি রিয়াল তাকে নতুন চুক্তির জন্য প্রস্তাব করবে। আর বেলের রিয়াল ছাড়ার কোন কারণই আমি দেখি না। ’

তিনি আরও বলেন, ‘আমরা তাকে দলে এনেছি। তাকে আমরা দলে আরও দীর্ঘ সময় দেখতে চাই। কোনো সন্দেহ নেই ইউরোপের অনেক ক্লাব তাকে পেতে অর্থের বড় প্রস্তাব করবে। তবে আমার বিশ্বাস সে রিয়ালের হয়ে আরও অনেক দিন খেলবে। ’

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৬
এমএমএস

** লা লিগায় বেলের ব্রিটিশ রেকর্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।