ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ধারাভাষ্যকার খোদা বখশ মৃধার মৃত্যুবার্ষিকী বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
ধারাভাষ্যকার খোদা বখশ মৃধার মৃত্যুবার্ষিকী বুধবার

রাজশাহী: বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার প্রফেসর খোদা বখশ মৃধার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী বুধবার (৩০ মার্চ)। ২০১০ সালের ৩০ মার্চ তিনি না ফেরার দেশে চলে যান।

 

খোদা বখশ মৃধার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- কোরআন খতম, কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল।

আজ (বুধবার)  বাদ আছর হেতেম খাঁ গোরস্থানে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এতে মরহুমের সব আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

প্রফেসর খোদা বখশ মৃধা একাধের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সংবাদপাঠক, উপস্থাপক, কন্ঠশিল্পী ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।