ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

খেলা

রূপগঞ্জে লাঠিখেলা অনুষ্ঠিত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
রূপগঞ্জে লাঠিখেলা অনুষ্ঠিত ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ লাঠিখেলার আয়োজন করা হয়।

খেলা দেখতে নাওড়া, নগরপাড়া, কামশাইর, বরুনাসহ প্রায় ১৫ থেকে ২০টি গ্রামের শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষরা স্কুল মাঠে জড়ো হয়।

ঢাক-ঢোল পিটিয়ে নেচে গেয়ে সবাই খেলা দেখতে ভিড় জমায়। খেলা উপলক্ষে গ্রামবাসী রং খেলায় মেতে উঠেন। পাড়া মহল্লা ঘুরে ঘুরে ও ঢাক-ঢোল পিটিয়ে আনন্দ উল্লাস করেন তারা।

নাওড়া এলাকার নব-নির্বাচিত মেম্বার মোশারফ হোসেন ভূঁইয়ার নিজস্ব উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। লাঠিখেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নব-নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।

এতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইয়ার হোসেন, রাজু হাসান আলেক, নবী হোসেন, মোক্তার হোসেন, বাতেন মিয়া, জসিম উদ্দিন, মাসুদ রানা, দুলাল প্রধান, মৌসুমী নয়ন, আব্দুল আল-মামুন নয়ন, সম্ভু সরকার, আলী হোসেন, বাবুল মিয়া, মোশারফ হোসেন, আব্দুল হাই মেম্বার, বশির আহাম্মেদ, মজিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এসময় রফিকুল ইসলাম রফিক বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। আমরা কায়েতপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে ঐতিহ্যবাহী পুরনো খেলাগুলো প্রদর্শনের ব্যবস্থা করবো। যাতে করে খেলাগুলো আমাদের কাছ থেকে হারিয়ে না যায়।

আমাদের এ আয়োজন দেখে রূপগঞ্জসহ আশপাশের জেলা-উপজেলার লোকজনও পুরনো দিনের এসব খেলা প্রদর্শন করবেন।  

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।