ঢাকা: ক্লাব কাপ হকি টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ঢাকা আবাহনী। দলটির হয়ে মকসুদ আলম হাবুল ২টি, শাফকাত রাসুল ও রুম্মন করেছেন ১টি করে গোল।
বুধবার (৪ এপ্রিল) মাওলানা ভাষানি হকি স্টেডিয়ামে প্রথমার্ধের ৬ মিনিটে রুম্মনের পাস থেকে হাবুল ফ্লিক করে গোল করলে ১-০ তে লিড পায় ঢাকা আবাহনী।
আবাহনীর দ্বিতীয় গোলটি আসে এর ঠিক ২ মিনিট পরেই। রুম্মনের বাড়ানো বল থেকে শাফকাত রাসুলের প্লেসিং শটে ব্যবধান ২-০ তে বেড়ে যায়।
তিন মিনিট পরে বিপ্লবের পাসে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ এগিয়ে দেন হাবুল। আর এই ৩-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে মোহামেডানের তাপসের ক্রসে রুবেল গোল করে ৩-১ ব্যবধান কমান।
তবে ব্যবধান কমিয়ে খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহামেডান। ৫৫ মিনিটে রুম্মন একক প্রচেষ্টায় প্রতিপক্ষের জালে বল জড়ালে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-১ এ।
রুম্মনের গোলে আবাহনী ৪-১ গোলে এগিয়ে যাবার পর দু’দলের প্লেয়ারদের মধ্যে অখেলায়াড় সুলভ আচরণের কারণে প্রায় ৮ মিনিট খেলা বন্ধ থাকে।
খেলা বন্ধের পর আবার শুরু হলে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দ্বিন ইসলাম আবাহনীর জালে বল জড়ালে ব্যবধান কমে ৪-২ এ। এরপর মোহামেডান আর কোন গোল করতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবহনী।
তবে এই ম্যাচ হেরেও তিন জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ৪ মে, ২০১৬
এইচএল/এমআরএম