ঢাকা: ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগ ২০১৬ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ উপলক্ষে ঢাকার ভলিবল স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি মোস্তফা কামাল, লিগ কমিটির সভাপতি ও ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি গাজিউর রহমান পালোয়ান, যুগ্ম সম্পাদক মো. আজিজুর রহমান, লিগ কমিটির সম্পাদক ও ভলিবল ফেডারেশনের ট্রেজারার সিরাজুল ইসলাম প্রমুখ।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক তার প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংকিং ব্যবসার পাশাপাশি বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক, বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রের উন্নতিতে নিয়মিত পৃষ্ঠপোষকতা করছে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ৬, ২০১৬
এসই/এএ